মার্কিন সেনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক কুচকাওয়াজ, উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি

Ayesha Siddika | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:০৩:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেডে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইওল। এসময় পরমাণু অস্ত্রের ব্যবহার করলে পিয়ংইয়ংকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে কোনোভাবেই দমানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পানির তলদেশ থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনসহ বিভিন্ন ধরণের পরীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকছে।

কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের খেলায় উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পিয়ংইয়ংকে রুখতে আরও একবার দাপট দেখালো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এসবের মধ্যেই উত্তর কোরিয়ার দাবি, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে ওয়াশিংটন ও সিউল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলেই নিজ ভূখণ্ড রক্ষার স্বার্থে সামরিকখাত ঢেলে সাজাচ্ছে পিয়ংইয়ং।

 

কিউটিভি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad