বিশ্বকাপ জিততে হলে ভারতকে যা করতে হবে

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ - ১১:০৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জিতে। এরপর গত এক যুগ ধরে আইসিসির কোনো টুর্নামেন্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া। 

বিশ্বকাপ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একজন ভারতীয় ক্রিকেটারের নিজের দেশে খেলা ভীষণ চাপের এবং আকর্ষণীয়। আমি ভারতীয় দলের দায়িত্বে থাকলে মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকারকে দলের সঙ্গে কয়েক দিন থাকতে বলতাম। ওদের বিশাল অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবে।’

গিলক্রিস্ট আরও বলেন, ‘কোহলি অবশ্যই ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ২০১১ সালেও কোহলি দলের অংশ ছিল। তবে খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল না সে সময়। তখন কোহলিকে ভারতীয় দলের ভবিষ্যত হিসেবে বিবেচনা করা হতো। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপ ততটা সামলাতে হয়নি ওকে। কারণ এই চাপ সিনিয়রদের ওপরেই বেশি থাকে। ধোনি, শচীনেরা কিভাবে চাপ সামলেছিল, সেটা জানা গুরুত্বপূর্ণ। সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে পারলে সেরা ক্রিকেট খেলা সম্ভব।’

 

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৫

▎সর্বশেষ

ad