ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৪৮:৩৩ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “বিলম্বিত প্রসব রোধ করি,ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি‘” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান, ইছারব হোসেন ল্যাম্ব টেকনিক্যাল পার্বতীপুর,দিনাজপুর, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ।

ল্যাম্ব ফিল্ড কো-অর্ডিনেটর তোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় উপজেলার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মকর্তা জানান, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাই দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো, তলপেট, জরায়ু কিংবা অন্য কোন অপারেশনেই ফিস্টুলা হওয়ার কারণ। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি বাস্তবায়নে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট, পার্বতীপুর,দিনাজপুর, এবং সহযোগিতায় ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল।

 

কিউটিভি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪২

▎সর্বশেষ

ad