অনুরোধ করে দলে ঢুকলেন রুট

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ - ১০:০১:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজের দলে তাদের কাউকে রাখা হয়নি।

তবে জো রুট বিশ্রামের কথা ভাবছেন না। রান খরায় থাকা ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান নির্বাচকদের অনুরোধ করে আয়ারল্যান্ড সিরিজের ইংল্যান্ড দলে ফিরেছেন। ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট জানান, আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে দলভুক্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন রুট।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে প্রথম তিন ওয়ানডেতে রুটের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬, ০ ও ৪ রান। চতুর্থ ওয়ানডেতে ৪০ বলে ২৯ রান করলেও দুবার ক্যাচ দিয়ে বেঁচেছেন।

তাই ফর্মে ফিরে বিশ্বকাপে খেলতে যেতে চান রুট। নিউজিল্যান্ড সিরিজের আগে রুট সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের জুলাইয়ে। ২০১৯ বিশ্বকাপের পর তিনি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ১৬টি।

 

কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad