গ্রামের কিশোরী বুচি সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:৪৯:১৬ পিএম

বিনোদন ডেস্ক : গ্রামের কিশোরী বুচি। সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত। বুচির স্বপ্ন নায়িকা হবে। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। ঘরে আয়নার সামনে শাকিব খান, জায়েদ খান, বাপ্পীসহ প্রিয় নায়কদের ছবি সাঁটিয়ে রেখেছে সে।

পূজা চেরি বলেন, এটি তো সিনেমার গল্প। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমনই একটি চরিত্র।

পূজা চেরি বলেন, একদিন এভাবেই বুচিও শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে। এ সিনেমার গল্পের একাংশে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র। এ বিষয়ে জায়েদ খান বলেন, এটি একটি সম্মানের চরিত্র। বড় বাজেটের একটি সিনেমায় বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। এর গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে আমাকে। 

ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় রোববার থেকে সিনেমার এই অংশের শুটিং শুরু হয়েছে। জায়েদ খান জানান, আগামীকাল পর্যন্ত তার অংশের শুটিং হবে। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

 

 

কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad