দেশব্যাপী ভোক্তা অধিদপ্তরের তদারকি, ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:৪৪:১১ পিএম

ডেস্ক নিউজ : আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীসহ সারাদেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মে ১৩১টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সব মিলে সারাদেশে ৫০টি টিম ৭৩টি বাজারে বাজার অভিযান পরিচালনা করে। এর মধ্যে বিভিন্ন অনিয়মে ১৩১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৩

▎সর্বশেষ

ad