
ডেস্ক নিউজ : পিএসজি আলোচনায় এসেছিল নেইমারের যোগ দেওয়াতে। তিনি আলো ছড়ান তার পায়ের জাদুতে। সেই মশাল পরবর্তীতে যায় কিলিয়ান এমবাপ্পের হাতে। আর এই দুজন যেখানে ছিলেন সেখানে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি কখনও নেতা হতে পারতেন না। এমনটি মনে করেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও। বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের মতে, এই তিনজনকে একসঙ্গে কোনো দলে খেলানোও অযৌক্তিক।
সম্প্রতি আরএমসি স্পোর্টসে পিএসজির সাবেক মিডফিল্ডার জেরোম রোথেনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন অঁরি, যেখানে তাকে প্রশ্ন করা হয়, মেসির পিএসজি-অধ্যায় নিয়ে তিনি হতাশ কি না। অঁরি বলেছেন, ‘না। কেন হতাশ নই, আমি তা বলছি। আমি দলের গঠন নিয়ে কথা বলেছিলাম। আমি জানি, তুমি আবার হাসবে। কিন্তু তিনজনকে (মেসি, নেইমার, এমবাপ্পে) একসঙ্গে কীভাবে খেলাবে?’
এরপর নিজের কথার ব্যাখ্যা দেন অঁরি, ‘যখন সে আর্জেন্টিনা দলে খেলে, সেখানে তিনজন মেসি থাকে না। শুধু সে থাকে। তাকে এমন কাঠামোর মধ্যে রাখতে হবে, যেখানে শুধু সে হচ্ছে নেতা। আর পিএসজিতে নেইমার-এমবাপ্পের কারণে সে নেতা হয়ে উঠতে পারেনি।’ অঁরির এই কথার সত্যতা মেলে ইন্টার মায়ামিতে গিয়ে মেসির পারফরম্যান্সেও। এরই মধ্যে মায়ামিকে তাদের প্রথম শিরোপা এনে দিয়েছেন মেসি। তুলেছেন ইউএস ওপেন ফুটবল টুর্নামেন্টের ফাইনালেও।
কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৮