শাহজাদা খন্দকার এর কবিতাঃ জীবন-যুদ্ধ

superadmin | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ - ০২:০৩:৩৮ পিএম

জীবন-যুদ্ধ
————–

চল্লিশ কোটি শুক্রাণুকে পিছনে ফেলে!
বিজয়ী হলেম আমি মার্তৃ জঠরে!
অতঃপর দশমাস দশদিন পরে!
মুষ্টি-বদ্ধ-হস্ত উঁচিয়ে ও চিৎকারে —
ঘোষণা করিণু উপস্থিতি এ ধরণীতলে!

ধীরে ধীরে স্তন্যপানে শক্তি সঞ্চারিয়া —
একবছর পরে আমি উঠিনু দাঁড়াইয়া!
আধো আধো স্বরে শিখিনু মার্তৃভাষা!
ধীরে ধীরে মনের মাঝে জাগিল কত্ত আশা!

পাঁচ বছর বয়সে হাতে খড়ি নিয়া!
বছরে বছরে একটা ক্লাস পাড়ি দিয়া!
কুড়ি বছরে শিক্ষা জীবন শেষে —–
কর্মজীবনে অবতীর্ণ হলেম দীর্ঘ নাভিশ্বাসে!

তারপর কত্ত আশা,সুখনকশা করিনু অংকন!
বিয়ে-শাদি, সংসার,বাড়ি -গাড়ি করিনু রোপণ!
জীবন মোর শোভিত হল নানা ফুল ও ফলে!
এ ভাবে সভ্যতা এগিয়ে চলে প্রজন্মের হাত ধরে!
এমন সময় মোর জীবনে এল হঠাৎ এক ঝড়!
দুমড়ে-মুচড়ে,গেল মোর সাধের বাসর!

এখন আমি কি করি কি করি?
কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পরি!
অতঃপর ভাবিনু মনোমন্দিরে!
চল্লিশ কোটি শুক্রাণুর সঙ্গে করিয়া লড়াই !
দেখিনু এ ধরার মুখ করিয়া বড়াই —-
সেই প্রেরণা মোর হালে দিল পানি!
আবার উতরিয়ে উঠিলাম আমি —
পরাজয়ের গ্লানি!

এ ভাবেই জয়-পরাজয়ের ঘূর্ণাবর্তে চলে জীবন!
যেন পৃথিবীটা শ্বাপদসংকুল আফ্রিকার বন!
অথবা বিরাট এক পুকুরে মাৎসন্যায়!
লড়াইয়ের মধ্য দিয়ে জীবন চালাতে হয়!

 

কবি পরিচিতিঃ শাহজাদা খন্দকার বাংলা ভাষা ও সাহিত্যের উপর মাস্টার্স করেছেন। লেখালেখি করেন নিয়মিত। পেশায় একজন শিক্ষক। বাংলাদেশের সর্বোত্তরে সীমান্তবর্তী অঞ্চলে তার বাস। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য গণ মাধ্যমে তার লেখা নিয়মিত প্রকাশ হয়। সাহিত্য সৃষ্টির মাঝে তিনি গর্তে চান তার আপন আঁধার।

 

 

নাহিদা/১৪.০৯.২০২৩/দুপুর ১.৫১

▎সর্বশেষ

ad