
ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে আইনজীবীদের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত আবেদনের ওপর শুনানিকালে আজ বুধবার (৩০ আগস্ট) এ আদেশ আসে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন।
২০০৫ সালের ২৩ মে বিচারপতি মো. আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বত:প্রণোদিত এক রায়ে সুপ্রিম কোর্টসহ সকল অধস্তন আদালতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে এ রায় দেন।
সম্প্রতি আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করার পরিপ্রেক্ষিতে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে গতকাল আদালত অবমাননার অভিযোগে এ আবেদন হয়।
আপিল বিভাগ আবেদনটির ওপর শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে এই আবেদন করা হয়।
কিউটিভি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১১