সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

superadmin | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ - ০৬:৪৩:০০ পিএম

ডেস্কনিউজঃ প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে আরো দুটি ধারা জামিনযোগ্য করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়।

এর আগে, গত ৭ আগস্ট সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ডিএসএ’র নাম পরিবর্তন এবং বেশ কিছু ধারা সংশোধন করে আইনটি করা হচ্ছে।

ওই সময় সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মোট ছয়টি ধারা জামিন অযোগ্য ছিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সেই খসড়াটি আবার সংশোধন করে আরো ২টি ধারা জামিনযোগ্য করার প্রস্তাব দেয়। তাতে মন্ত্রিসভাও সম্মতি দেয়। এতে বহুল আলোচিত আইনটির জামিন অযোগ্য ধারা থাকলো চারটি।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজন ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ থাকা সত্ত্বেও আইনে সাজা কিছু কমানো ও ধারা জামিনযোগ্য করা ছাড়া বিষয়বস্তুতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, যে দুটি ধারা নতুন করে জামিনযোগ্য করা হয়েছে তার একটি ২১ নম্বর ধারা। অন্যটি কোনো ধারা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মন্ত্রী।

‘এখন কারিগরি ধারা ছাড়া খসড়া আইনের আর কোনো ধারা অজামিনযোগ্য নেই,’ বলেন মন্ত্রী।

উল্লেখ্য, ২১ নম্বর ধারায় মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা প্রভৃতি অবমাননার সাজার কথা বলা হয়েছে।

নাহিদা। ২৮.০৮.২০২৩/ সন্ধ্যা ৬.৩৭

▎সর্বশেষ

ad