ডেস্ক নিউজ : এতে অংশ নেন দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শুরুর আগে খাতিব খুতবা দেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।
রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারাও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
কিউটিভ/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:২৫