ব্রেকিং নিউজ
আমেরিকায় সর্বাধুনিক হেলিকপ্টার আবিস্কার করলেন বাংলাদেশী বিজ্ঞানী দূতাবাসকর্মীদের নিরাপত্তার ইস্যুতে ঢাকাকে ওয়াশিংটনের বার্তা দ্বিতীয় স্ত্রীকে অস্বীকারঃ আক্কেলপুরের ইউএনও আরিফুলকে ওএসডি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে নিতে হাসপাতাল খুঁজছে পরিবার গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহ ঐতিহাসিক : মির্জা ফখরুল এবার ১০ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৩ - ০২:৪০:২১ পিএম

বিনোদন ডেস্ক : ২০২০ সালের অক্টোবরে শুরু হয় ‘সুলতানপুর’ সিনেমার শুটিং। শুরুতে এর নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদল করে রাখা হয় ‘সুলতানপুর’। সীমান্তের মানুষের জীবন, অপরাধ চক্র, চোরাকারবারি ইত্যাদির সঙ্গে ছবিটিতে রয়েছে পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘সুলতানপুর’-এ সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা আছে, তা হলো গল্প। এই সিনেমায় সুন্দর একটা গল্প পাবে দর্শক। আমার বিশ্বাস, যারা ছবিটি দেখতে আসবেন, তারাই এর প্রচার করবেন।

সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ও দুটি গান ‘জানরে ও ‘বোকা মন’ বেশ সাড়া ফেলেছে। ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, কোভিডসহ বিভিন্ন কারণে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে বেশ দেরিতে। তবে এবার দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। আমি আশাবাদী এ কারণে যে, এর গল্প শক্তিশালী।

এই সিনেমায় পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন। তিনি বলেন, বিশ্বব্যাপী গল্পনির্ভর সিনেমা তৈরি হওয়ার যে প্রতিযোগিতা চালু হয়েছে সুলতানপুর তারই একটা উদাহরণ। এই গল্পে আপনারা একঝাঁক অভিনেতাকে দেখতে পাবেন। একজন শিল্পী হিসেবে আমি মনে করি, ‌‌সুলতানপুর একটি ভালো সিনেমা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে যোগ হতে যাচ্ছে।

‘সুলতানপুর’ সিনেমার নায়ক সাঞ্জু জন বলেন, হেটস অব টু দ্য টিম অব সুলতানপুর। এই সিনেমার প্রত্যেকটি মেম্বারই খুব গুরুত্বপূর্ণ। এটি একটি টিম এফোর্ট। আমরা গল্পটিকে খুব সুন্দর করে সাজিয়েছি। একটা বিশেষ ধারার গল্প। আশা করব বাংলা সিনেমার স্বার্থে আপনারা সবাই হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন। ‘সুলতানপুর’ সিনেমায় আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুমান রুনি প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad