ইউক্রেন যুদ্ধে দুই লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৩ - ০৩:৩১:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার দুই লাখ আট হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র সেরহি চেরেভাতি। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ দাবি করেন। খবর সিএনএনের।

সেরহি চেরেভাতি বলেন, পূর্ব ইউক্রেনের বাখমুতে বৃহস্পতিবার রাতে অন্তত ৪৭৬ বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। তিনি বলেন, আমরা রাশিয়ার অস্ত্র-রসদ নিঃশেষ করার জন্য সবকিছু করছি। তাদের সদর দপ্তরে আঘাত করছি। তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা এবং স্টেলমাখিভকাতে বেশ কয়েকটি ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তবে সিএনএন স্বাধীনভাবে এ সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি। রাশিয়ান ক্ষতির ওপর অনুমান করে বাইডেন প্রশাসন মে মাসে বলেছিল— রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ওই দাবি প্রত্যাখ্যান করেছিল ক্রেমলিন। একজন মুখপাত্র বলেছিলেন— মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ সেনা নিহতের সঠিক সংখ্যা দেওয়ার কোনো উপায় নেই।

 

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৩,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad