ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ২৬ মে ২০২৩ - ১২:৫৫:৩৬ পিএম

ডেস্ক নিউজ : দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাসবিদ ও অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বৃহস্পতিবার রাতে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বর্তমান যে সব বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাচ্ছেন , দ্বিতীয় মেয়াদে একই সুবিধা প্রাপ্ত হবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন ১৯৭৩ এর ৪(১) (এ) ও ৪(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ছিলেন। অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল ঔপনিবেশিক বাংলায় প্রাথমিক শিক্ষা।

 

 

কিউটিভি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১২:৫৪

▎সর্বশেষ

ad