ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

টেস্টে সাকিবকে মিস করব: হাবিবুল বাশার

Ayesha Siddika | আপডেট: ২৬ মে ২০২৩ - ১২:৪৪:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকট দল জুনে বাংলাদেশ সফরে আসছে। দুই ধাপের এই সফরে প্রথম দফায় একটি টেস্ট খেলবে আফগানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তর্জনীতে চোট পাওয়া সাকিব ম্যাচটিতে থাকছেন না। সাকিব না থাকায় নির্বাচকদের জন্য দল গড়া কিছুটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ ব্যাটিং-বোলিং দুই দিকটাই ভাবতে হচ্ছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের অনুপস্থিতিতে সেই দায়িত্ব নিয়ে খেলতে হবে অন্যদের। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। বাশার বলেন, বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব সেই কাজটা করে দেয়া।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, সাকিব না থাকলে একটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক।’একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। হোম অব ক্রিকেটে ১৪ জুন থেকে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি শেষ করে ভারত যাবে রশিদ খানরা। ভারত থেকে ফের বাংলাদেশে এসে ঈদুল আজহার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সাকিব ফিরতে পারেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‍

 

 

কিউটিভি/আয়শা/২৬ মে ২০২৩,/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad