ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

অভিনয় ছেড়ে ব্যবসায় নয়নতারা!

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৮:৪৩:৫১ পিএম

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা জীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন। গত বছরের ৯ জুন দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন। চুটিয়ে উপভোগ করছেন বিবাহিত জীবন। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কর্মজীবনেও গড়েছেন মাইলফলক। কাজ করছেন শাহরুখ খানের মতো তারকার সঙ্গে। এবার নাকি মন দিয়েছেন ব্যবসায়। খবর টলিউড ডটনেটের।

এর আগেও তিনি ব্যবসা শুরু করেছিলেন। বন্ধুর সঙ্গে মিলে কসমেটিকসের ব্যবসা করেন নয়নতারা। এছাড়া নয়নতারা-বিগনেশ যৌথভাবে একটি প্রোডাকশন হাউস পরিচালনা করছেন। নয়নতারার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে তার। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির জন্য নিজের ‘নো বিকিনি’ নিয়ম ভাঙতে চলেছেন নয়নতারা। গত ১৬ বছর ধরে কোনো ছবিতে বিকিনি পরে দেখা যায়নি দক্ষিণী অভিনেত্রীকে।

দীর্ঘ ১৬ বছরের নিয়ম ভাঙছেন তিনি। ২০০৭ সালে শেষবার ‘বিল্লা’ ছবিতে বিকিনি পরে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে বিকিনির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন নয়নতারা। চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খানের সর্বভারতীয় ছবি ‘জওয়ানের’।  তবে শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশন ও ভিএফএক্সের কাজে দেরি হওয়ায় নাকি পিছিয়ে যেতে চলেছে ছবিমুক্তি। অক্টোবরে  মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad