অফিসিয়াল কিছু হলে জানতে পারবেন, মেসি প্রসঙ্গে আল হিলাল সভাপতি

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৩ - ০৫:০২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৩ মে) কিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সভাপতি ফাহাদ বিন সাদ। মেসির দলবদলের গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেসির ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কোনো খবর দিতে পারব না। অফিসিয়াল কিছু হলে বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।’

মেসির সঙ্গে পিএসজির চুক্তি হয় ২০২৩ সালের ৩০ জুন নাগাদ। সে অনুযায়ী ফরাসি ক্লাবটির সঙ্গে তার চুক্তির বাকি আর মাত্র দেড় মাসের মতো। মেয়াদ ফুরিয়ে যাওয়ার দোরগোড়ায় এসে মেসির সামনে অপশট দুটি; এক. নতুন করে চুক্তি করা, দুই. পিএসজি ছেড়ে নতুন ঠিকানা বেছে নেয়া। মেসি কোনটা করবেন?

পিএসজিতে খেলছেন এরইমধ্যে তারকাখ্যাতি পাওয়া কিলিয়ান এমবাপ্পে। নতুন চুক্তি করার সময় পিএসজির ওপর নানা শর্ত আরোপ করেছিলেন তিনি। যে কারণে অভিজ্ঞতা ও দারুণ ছন্দে থাকা সত্ত্বেও মেসি যতটুকু সম্মান ও মর্যাদা প্রাপ্য, তা পাচ্ছেন না। এমন অবস্থায় দুই অপশনের মধ্যে মেসি কোনটার দিকে ধাবিত হন, তাই দেখার বিষয়।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad