ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

নতুন ‘রিপ্লাই’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

Ayesha Siddika | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০৭:২৩:২৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, এতদিন হোয়াটসঅ্যাপে কল এলে শুধু তা ধরা বা কেটে দেয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এবার তার সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কিছু মেসেজ।

পছন্দ মতো মেসেজ নির্বাচন করে দিলেই সেই মেসেজ পৌঁছে যাবে কলারের কাছে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো মেসেজও ‘রিপ্লাই’ অপশনে সেভ করে রাখতে পারবেন। আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’-এ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

এদিকে এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসঙ্গে চারটি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, আজ থেকেই চারটি ফোন পর্যন্ত একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন ব্যবহারকারীরা।
 
পাশাপাশি, সম্প্রতি নতুন দুটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। সেগুলো হলো, ভ্যানিশ হয়ে যাওয়া মেসেজ সংরক্ষণ করা এবং হোয়াটস্যাপের স্ট্যাটাসে দেয়া ছবি বা ভিডিও শেয়ার করা।
 
‘কিপ ইন চ্যাট’ নামের এক নতুন ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কোনো মেসেজ অদৃশ্য হয়ে যাওয়ার আগেই তা সংরক্ষণ করে রাখা যাবে। তবে শুধু প্রেরকের সম্মতিতেই এটি করা যাবে। নতুন এই ফিচারের নাম দেয়া হয়েছে ‘সেন্ডার সুপারপাওয়ার’।
 
এছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি আপডেট প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্য়মে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করা যাবে। এজন্য ব্যবহারকারীকে অ্যাপ ছেড়ে বের হতে হবে না। মেটার আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার এতদিন ছিল। এবার তা চালু হয়েছে হোয়াটসঅ্যাপেও। 

 

 

কিউটিভি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad