ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে পালিত হাইকোর্টে ড. ইউনূসের আবেদন খারিজ, ১২ কোটি টাকা কর দিতে হবে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি : মির্জা ফখরুল ‘নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান’ ৯০’র গণ অভ্যুত্থানের ইতিহাস-রিজভী সরকারের হিংস্রতা রাজপথে,কারাগারে সমভাবে বিরাজমান : রিজভী রিজভী’র কারামুক্তিতে ‘রিজভী মুক্তি পরিষদ’র সন্তোষ প্রকাশ মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব একজন দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত কুড়িগ্রাম বাসী

ব্রাজিল বনাম মরক্কো: পরিসংখ্যানে এগিয়ে যারা

Ayesha Siddika | আপডেট: ২৫ মার্চ ২০২৩ - ১০:০০:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল লাতিন আমেরিকান দেশ, অন্যদিকে মরক্কো আরব-আফ্রিকান। দুই মহাদেশে অবস্থান হওয়ায় তাদের মুখোমুখি দেখা হয়েছে কমই। এখন পর্যন্ত মাত্র ২টি ম্যাচ খেলেছে তারা। যেখানে সব কটি ম্যাচেই ব্রাজিল জিতেছে। গোলের পরিসংখ্যানেও ব্রাজিল এগিয়ে।  তাদের ৫ গোলের বিপরীতে ব্রাজিলের জালে এক গোলও দিতে পারেনি মরক্কো।

 পরিসংখ্যানে ব্রাজিল একচ্ছত্রভাবে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে মরক্কোও কম যাচ্ছে না। কাতার বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে দলটি। যেখানে ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-০ গোলে হারে তারা। একই টুর্নামেন্ট ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। অর্থাৎ বলা যায়, ব্রাজিলের জন্য একটা চ্যালেঞ্জিং ম্যাচই অপেক্ষা করছে মরক্কোর মাটিতে।


এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল। তাদের নাশে পাশে আছে ১৮৪০ রেটিং পয়েন্ট। ১৬৭২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে আছে মরক্কো। ফলে সমর্থকরা জমজমাট ম্যাচ আশা করতেই পারেন।
ব্রাজিলের হয়ে এ ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। গত মাসে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়া সিলভাকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন ক্যাসেমিরো। সেলেসাওদের এর আগেও নেতৃত্ব দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
মরক্কো ম্যাচে অধিনায়কত্ব করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমি প্রস্তুত আছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ, দলে একতা রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিতের আলাদা ফিলোসফি ছিল, তাকে আমার যথেষ্ট শ্রদ্ধা করি। তবে মাঠে দলীয় প্রধান ও অভিজ্ঞ ফুটবলাররা সতীর্থ ও রেফারির সঙ্গে পারস্পরিক আলাপে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই সম্মান অবশ্য নিজ থেকেই অর্জন করে নিতে হয়।’

 

 

কিউটিভি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad