এই ২০৯ রানেই ধরা খেয়েছিল ইংল্যান্ড!

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৩ - ০৯:২৩:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাত্র ১ রানে হেরে যায় ইংলিশরা। ওই ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে এই ২০৯ রানেই অলআউট করেছিল ইংল্যান্ড। আজও ২০৯ রানে অলআউট বাংলাদশ। তবে কী ফলাফল ইংলিশদের বিপক্ষে যাবে? সেটি এখন সময়ের অপেক্ষা।

এই ২০৯ রান করে ফলোঅনে পড়েছিল ব্ল্যাকক্যাপসরা। তার আগে ৪৩৫ রান করে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে কিউইরা ৪৮৩ রানে অলআউট হয়ে যায়। তাতে ২৫৮ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। কিন্তু ২৫৬ রানেই গুটিয়ে যায় সব উইকেট। নিউজিল্যান্ডও জয় পায় ১ রানে। তাই ঘুরেফিরে আবার ২০৯ রানের প্রসঙ্গ চলে এসেছে। যেহেতু দলটি সেই ইংল্যান্ডই।

বুধবার (১ মার্চ) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটিতে টস জিতে তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০৯ রান। জবাবে ১৭ ওভার পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে ইংলিশরা। জয়ের জন্য দরকার ১৯৮ বলে ১৪৪ রান। হাতে রয়েছে ৬ উইকেট। 

 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৯:২০

▎সর্বশেষ

ad