
স্পোর্টস ডেস্ক : বাফুফে ২০০৯ সালে সাড়ম্বরে আয়োজন করেছিল কোটি টাকার সুপার কাপ। স্বপ্নের ফাইনালে আবাহনীকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছিল মোহামেডান। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন হাজারো দর্শক। সেই উন্মাদনা দেখে কাজী সালাউদ্দিন প্রতি বছর জমজমাট আসরটি আয়োজন করার ঘোষণা দেন।
তবে অনেক প্রতিশ্রুতির মতো এটাও রাখতে পারেননি তিনি। এক মৌসুম বিরতি দিয়ে ২০১১ সালে মাঠে গড়ায় দ্বিতীয় আসর। সেবার চ্যাম্পিয়ন আবাহনী। আর সবশেষ ২০১৩ সালে তৃতীয় আসরে শিরোপা পুনরুদ্ধার করে মোহামেডান। এরপর থেকেই বাক্সবন্দী সুপার কাপ।
বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে সুপার কাপ শুরুর পরিকল্পনা আছে ফেডারেশনের। যা শেষ হবে ১৩ তারিখে। আসরটি হবে ছয় দল নিয়ে। তিনটি করে দল দুই গ্রুপে খেলবে, প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনাল খেলবে এবং এরপর ফাইনাল। তবে তার আগে বাছাইপর্ব হবে জানিয়ে সোহাগ বলেছেন, ‘আগামী ১৪ ও ১৮ ফেব্রুয়ারি হবে বাছাইপর্ব। গত বছরের লিগ টেবিলের সেরা চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৭টি দলের মধ্যে বাছাই পর্ব হবে, সেখান থেকে ২টি দল পাবে মূল পর্বের টিকেট।’
কিউটিভি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮