ব্রেকিং নিউজ

রুহুল কবির রিজভী কারাগারে গুরুতর অসুস্থ

uploader3 | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৩ - ১১:০৮:০৬ এএম

ডেস্কনিউজঃ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুর থেকেই তিনি অসুস্থ বলে জানান তার স্ত্রী আরজুমান আরা আইভী। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, রুহুল কবির রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করছেন, সঙ্গে বমিও হয়েছে। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি।

আরজুমান আরা জানান, সোমবার কারাগেটে গিয়েছিলাম কিছু বই দিতে। সে সময় কিছুই জানতে পারিনি। তিনি বলেন, নব্বইয়ের আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝেমধ্যে তার পেটে সমস্যা হতো। সেই থেকে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানিও খেতে পারেন না। চিকিৎসকের পরামর্শে বোতলজাত পানি পান করতে হয়।

বিশেষায়িত হাসপাতালেচিকিৎসার দাবি : এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছে। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তিরও দাবি জানিয়েছে? দলটি। মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অন্যথায় আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সঙ্গে কারাগারে তার বিষয়ে স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রিন্স বলেন, কারান্তরীণ রুহুল কবির রিজভী গত দুই দিন ধরে মারাত্মকভাবে অসুস্থ। আমরা জানতে পেরেছি তিনি বর্তমানে কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং কোনো খাবার খেতে পারছেন না। রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভীও এ বিষয়ে বারবার যোগাযোগ করে কোনো কিছু জানতে পারছেন না।

বিপুল/২৫.০১.২০২৩/ সকাল ১০.৫৫

▎সর্বশেষ

ad