বলিউডে গুঞ্জন রয়েছে শাহরুখ অজয়ের মাঝে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। যদিও অজয়ের স্ত্রী কাজল শাহরুখ খানের সবচেয়ে কাছের বন্ধু হিসেবেই পরিচিত। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার শাহরুখের পাঠানের জন্য শুভকামনা জানিয়েছেন অজয়। অজয়ের আসন্ন চলচ্চিত্র ‘ভোলা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শাহরুখের পাঠান সম্পর্কে অজয় বলেন, ‘পাঠান আসছে, এটা খুশির সংবাদ। পাঠান সফল হোক, ইন্ডাস্ট্রি আবার চিরচেনা রুপে ফিরুক, এটাই প্রত্যাশা রাখি। শাহরুখের প্রত্যাবর্তন বলিউডের জন্য সুখকর বিষয়।

বিনোদন ডেস্ক : অবশেষে পর্দায় মুক্তি পেতে যাচ্ছে পাঠান। বছরের সবচেয়ে ধামাকাদার উদ্বোধনী দিয়ে দীর্ঘ চার বছরের অধিক সময় পর পর্দা কাঁপাতে প্রস্তুত বলিউড বাদশা শাহরুখ খান। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি মুক্তির আগেই বেশ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে। তবে বিতর্ক পাশ কাটিয়ে একের পর এক রেকর্ডের মুখ দেখছে পাঠান। শাহরুখের প্রত্যাবর্তন উপলক্ষে বলিউডেও যেন উৎসবের আমেজ! ভক্ত অনুরাগীদের পাশাপাশি তারকা সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছেন কিং খানকে। পাঠানের সফলতা কামনা করছেন। এবার সেই দলে যোগ দিলেন বলিউড ‘সিংহাম’ অজয় দেবগন।
পাঠানের অগ্রিম বুকিং নিয়ে অজয় বলেন, পাঠানের অগ্রিম বুকিংয়ের রেকর্ড বলিউডকে স্বস্তি দিচ্ছে। পাঠান সফল হোক, এটাই চাইবো। ‘দৃশ্যম ২’ যখন সফল হয়েছে তখনও আমি প্রত্যাশা করেছি বলিউডের অন্যান্য চলচ্চিত্রগুলো ঘুরে দাঁড়াক। এই মুহূর্তে বলিউডের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। পাঠানের হাত ধরে ইন্ডাস্ট্রি আবার আগের জায়গায় ফিরুক।
আদিত্য চোপড়ার উচ্চাভিলাষী স্পাই ইউনিভার্সের অংশ ‘পাঠান’ এবং এতে মুল ভূমিকায় অভিনয় করছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে পাঠান।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
কিউটিভি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪