
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৯ জানুয়ারি ২০২৩ইং ) বিকেল ৩টার দিকে পানছড়ি সীমান্ত দিয়ে আসা ভারতীয় মদসহ পানছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চিজি মুনি চাকমা (৩২) রাঙ্গামাটি জেলা সদর উপজেলার গুইছড়ি এলাকার ভাক্তা বিন্দু চাকমার ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পানছড়ি বাজার এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৩টার দিকে লোগাং সড়ক দিয়ে পানছড়ি বাজারগামী রাঙামাটি-থ ১১-০৫৭২ সিএনজিতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৪ বোতল মদ উদ্ধার ও সিএনজি আটক করা হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনচারুল করিম জানান পানছড়ি সীমান্ত দিয়ে আসা ভারতীয় ৩৪ বোতল মদ একটি সিএনজি সহ একজন কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে পানছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কিউটিভি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৮