ব্রেকিং নিউজ
আমেরিকায় সর্বাধুনিক হেলিকপ্টার আবিস্কার করলেন বাংলাদেশী বিজ্ঞানী দূতাবাসকর্মীদের নিরাপত্তার ইস্যুতে ঢাকাকে ওয়াশিংটনের বার্তা দ্বিতীয় স্ত্রীকে অস্বীকারঃ আক্কেলপুরের ইউএনও আরিফুলকে ওএসডি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে নিতে হাসপাতাল খুঁজছে পরিবার গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহ ঐতিহাসিক : মির্জা ফখরুল এবার ১০ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদন্ড

Ayesha Siddika | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৩ - ০৫:৪০:১৯ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১০বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গ্রামীণ ব্যাংকের বিতরণ করা ঋণের কিস্তির টাকা গ্রাহকদের নিকট থেকে আদায় করে তা ব্যাংক তহবিলে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা পৃথক মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামীন ব্যাংক শাখা কর্মকর্তা আব্দুর রহিম (৪৮) এর ১০ বছরের কারাদন্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আদালতে ওই ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম জয়পুরহাট জেলার বুলুপাড়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। সে গ্রামীণ ব্যাংক হরিনারায়নপুর শাখার ব্যবস্থাপক।

আদালত সূত্র জানায়, মো. আব্দুর রহিম ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের নভেম্বর সময়কালের মধ্যে ওই ব্যাংকের বিতরণ করা ঋণ গ্রহিতাদের কাছ থেকে সংগৃহীত কিস্তির টাকা ব্যাংক তহবিলে জমা না করে প্রায় ১১ লক্ষ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে ইসলামী বিশ^বিদ্যালয় থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফফার অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিমের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ৪ ধারায় আদালতে চার্জশীট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার কৌসুলি এ্যাড. আল মুজাহিদ হোসেন জানান, গ্রামীন ব্যাংকের বিতরণ করা ঋনের গ্রহিতাদের কাছ থেকে সংগৃহীত কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৩০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় অভিযুক্ত আব্দুর রহিমকে দু’টি ধারায় ৬ বছর ও ৪ বছর কারাদন্ড এবং ২০লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০মাসের কারাদন্ডের আদেশ দেন।

 

 

কিউটিভি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad