২০২২ সালে ধারণার থেকে ভাল করেছে সিঙ্গাপুরের অর্থনীতি

superadmin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৩ - ১১:৩১:৪৬ পিএম

ডেস্কনিউজঃ ২০২২ সালে ধারণার থেকে বেশি প্রবৃদ্ধি হয়েছে সিঙ্গাপুরে। দেশটির সরকারি হিসেবে গত বছর ৩.৮ শতাংশ বড় হয়েছে অর্থনীতি। যদিও সরকারের আশা ছিল ৩.৫ শতাংশ প্রবৃদ্ধি। ধারণার থেকে গতবছর অর্থনীতি ভাল করলেও তা ২০২১ সালের তুলনায় বেশ খারাপ। ওই বছর সিঙ্গাপুরের প্রবৃদ্ধি ছিল ৭.৬ শতাংশ। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, ম্যানুফ্যাকচারিং খাত তিন শতাংশ সংকুচিত হওয়ার প্রভাব পড়েছে সিঙ্গাপুরের অর্থনীতিতে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রবৃদ্ধি ৪.২ শতাংশ হলেও তা বছরের শেষ ভাগে গিয়ে ২.২ শতাংশে নেমে আসে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় কম্পিউটার চিপের বাজার হ্রাস পেয়েছে। এরফলে রপ্তানি আয় কমে গেছে সিঙ্গাপুরের।

আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা রোববার হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত কঠিন বছর হতে চলেছে। এক তৃতীয়াংশ অর্থনীতিই মন্দার মুখে পড়তে যাচ্ছে এ বছর।

বিপুল /০৩.০১.২০২৩/ রাত ১১.২৬

▎সর্বশেষ

ad