দুর্গা পূজায় সহিংসতার চেষ্টা করলেই কঠোর শাস্তি: কাদের

Rakhi Majumder | আপডেট: ০২ অক্টোবর ২০২২ - ০৪:০১:১৭ পিএম

ডেস্ক নিউজ : দূর্গা পূজাকে ঘিরে গতবারের সহিংসতার ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রামকৃষ্ণ মিশন ও রমনা কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ দুর্গা পূজাকে ঘিরে সহিংসতার চেষ্টা করে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, “যারা হিন্দুদের বাড়ি ঘরে, পূজা মণ্ডপে হামলা করে তাদের একটাই পরিচয় তারা দুর্বৃত্ত। তারা যে দলেরই হোক তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলসহ দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।” 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কাও প্রকাশ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আর ১৪ মাস পরে নির্বাচন। এখন নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র আছে। যারা হিন্দুদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায়- এ কাজটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়- এই মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

▎সর্বশেষ

ad