
সমাবেশে বক্তারা বলেন, মো. নুরুল আলম পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের স্বীকৃত ইয়াবা ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে বাহিনী গঠন করে পূর্ব চরমটুয়ার চর বাঞ্চারাম এলাকায় সরকারি জায়গা ও খাল থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে দেয়। লুট করে রাস্তার পাশের সরকারি গাছ। সরকারের বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রতিটি মিটার ৮ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নিলেও অনেক গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। শালিসের নামে শত শত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা জামানত নিয়ে ফেরত দিচ্ছেনা।সমাবেশ স্থালে হাজির হয়ে ভুক্তভোগীরা তাদের পাওনা জামানতের টাকা ও বিদ্যুৎ সংযোগের জন্য দেয়া টাকা ফেরতের দাবি জানান। শুধু টাকা আত্মসাতের ঘটনাই নয়, নুরুল আলম ও তার সহযোগীদের হামলায় আহত একাধিক ব্যক্তি ব্যানার-পেষ্টুন নিয়ে তাদের শাস্তির দাবিতে স্লোগান দেয়।বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা হাফেজুর রহমান, আবদুল মতিন, সেতারা বেগম, দিলরুবা আক্তার বলেন, নুরুল আলম চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত সরকারি চালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা জনগনের মাঝে সঠিকভাবে বন্ঠন না করে নিজে লুটে নিয়েছেন। তার বাড়ির মোরগ-হাঁসে সরকারি চাল খেত, আর আমাদের সন্তানরা ক্ষিদায় কাঁদতো। নুরুল আলম এখানো দলের দোহায় দিয়ে ইউনিয়নের সরকারি জায়গা ও খাল থেকে বালু উত্তোলন, বিদ্যুতের নামে টাকা আদায় ও ইয়াবা ব্যবসায় মদদ দিয়ে যাচ্ছেন। তার এসব অপকর্মে বাঁধা দেওয়ায় যেলোক জেলে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেই জনপ্রিয় চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তুলে সম্মানহানীর চেষ্টা করছে।
কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮