নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে তিন মাসের কারাদন্ড

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ১০:৩০:৩৮ পিএম

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ, (দিনাজপুর)   প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর কলেজের পিছনে গাঁজা সেবনকালে আটকের পর ঘটনাস্থলে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন,দাউদপুর গ্রামের শাহাবুল আলম (৩০), দাউদপুর হালুয়া ঘাটের মোঃ জাহিদ ফেরদৌস (২৭), দাউদপুর মালারপাড়ার মোঃ ইমরান হোসেন (২৭), ও দাউদপুর লাউগাড়ীর মোঃ মামুনুর রশিদ (২৭)। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দাউদপুর কলেজের পিছনে কয়েক যুবক গাঁজা সেবন করছে।এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম ঘটনাস্থলে হাজির হয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী অপরাধে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা করে জরিমানা করেন। আজ শনিবার বিকেলে তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad