কোহলির মতো খারাপ অবস্থা হবে না বাবরের

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ১০:০৪:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যারিয়ারের খারাপ সময় পার করছেন বিরাট কোহলি। ৭০টি সেঞ্চুরির মালিক আড়াই বছরের বেশি সময় ধরে তিন অঙ্কের দেখা পাচ্ছেন না। অন্যদিকে যার মাঝে কোহলির ছায়া দেখেন অনেকে, সেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন দুর্দান্ত ফর্মে। অধিনায়ক হিসেবেও ভালো করছেন। বাবরের প্রসঙ্গে কথা বলতে গিয়েই কোহলির প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। তার অকপট মন্তব্য, ব্যাটার বাবরের খারাপ ফর্ম এলেও তা বিরাটের মতো দীর্ঘায়িত হবে না।

‘পাক টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকিভ জাভেদ বলেছেন, ‘দুই ধরনের গ্রেট খেলোয়াড় আছেন। একধরনের খেলোয়াড় হলেন এমন যাদের খারাপ সময় শুরু হলে তা যেন চলতেই থাকে। শেষ আর হতে চায় না। । আর অন্য ধরনের ক্রিকেটাররা হলেন যাদের খারাপ সময় কাটিয়ে উঠতে বেশি সময় লাগে না। যেমন বাবর আজম, কেন উইলিয়ামসন, জো রুট। কারণ তাদের দুর্বলতাটাই খুঁজে পাওয়া মুশকিল। কোহলি কোনো কোনো সময় অফ স্ট্যাম্পের বাইরের বলকে তাড়া করে খেলতে গিয়ে বিপদে পড়ে। জেমস অ্যান্ডারসন তো অনেকবার এই দুর্বল জায়গায়তেই আঘাত করেছে। ’ kalerkantho

সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ। ছবি : ইন্টারনেট

তিনি আরো বলেন, ‘কয়েক দিন আগেই আমি তাকে (কোহলি) খেলতে দেখছিলাম। সে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলার সময় যে ভাবনায় পড়ে গিয়েছিল তা স্পষ্ট বোঝা গেছে। আপনি যখন নিজের টেকনিক বদলাবেন তখন এ ধরনের সমস্যাতে আপনাকে পড়তেই হবে। কোহলি যদি পারফরম্যান্স করতে না পারে তবে ভারত হারবে। আমাদের (পাকিস্তানের) ক্ষেত্রেও বিষয়টি তাই। তবে প্রশ্ন উঠবেই ভারত কেন ফর্মে থাকা দীপক হুডাকে বেশি করে খেলাচ্ছে না। আমিরাতের পিচে অবশ্য খারাপ ফর্মে থাকা ব্যাটাররাও ফর্ম ফিরে পায়। ’

 

 

কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০০

▎সর্বশেষ

ad