
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলীয় তারকা রিচার্লিসন গত মৌসুমে খেলেছিলেন এভারটনের হয়ে। আগামী মৌসুমে তাঁকে দেখা যাবে টটেনহ্যাম হটস্পারে। তবে এভারটনে থাকাকালে এক ঘটনার শাস্তি পেলেন রিচার্লিসন। গত মে’তে গুডিসন পার্কে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলেই জিতেছিল অবনমনের শঙ্কায় থাকা এভারটন।
ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুড়ে মারেন তিনি। এটি জন্ম দেয় বিতর্কের। এজন্য শাস্তি পেতে হচ্ছে রিচার্লিসনকে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলীয় স্ট্রাইকার। রিচার্লিসনকে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এফএ বিষয়টি নিশ্চিত করেছে। এফএ এটিও জানিয়েছে, রিচার্লিসন তাঁর দোষ স্বীকার করেছেন, ওই ঘটনার জন্য তিনি অনুতপ্ত।
কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫