যুক্তরাষ্ট্রে ফের নির্বিচারে গুলি, নিহত ৩

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২২ - ১১:৪৩:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার পার্কিং এলাকায় এক বন্দুকধারীর নির্বিচারে চালানো গুলিতে দুই নারীর মৃত্যু হয়। পরে বন্দুকধারীও আত্মঘাতী হন বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। 

এ ব্যাপারে স্টোরি কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি নিকোলাস লেনি জানান, আমেস শহরের কর্নারস্টোন গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা এবং ঘটনাস্থলে একজন মাত্র বন্দুকধারী ছিল বলেও জানিয়েছেন তিনি। 

টেক্সাস,ওকলাহোমার পর আইওয়ার এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে ফের প্রশ্ন উঠেছে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন অবিলম্বে অস্ত্র আইনের সংস্কার প্রয়োজন। 

এ ব্যাপারে তিনি বলেন, আর কতদিন এভাবে আমরা মানুষ হত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কঠোর করুন। 

বাইডেনের এই বক্তব্যের পরই আইওয়ার ঘটনাটি সামনে এলো। 

এর আগে বৃহস্পতিবার উইসকনসিনের গ্রেসল্যান্ডে একটি কবরস্থানে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত দুই জন গুরুতর আহত হন৷

টেক্সাসের আগে নিউইয়র্ক, উভালডাতেও মে মাসে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ নিউইয়র্কের বাফালোর সুপারমার্কেটে নির্বিচারে গুলি চালিয়েছিল বন্দুকধারী। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।

কিউটিভি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ১১:৪২

▎সর্বশেষ

ad