এম এ আজিজ গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জমে উঠেছে কোরবানীর ঈদে কোরবানী পশুর হাট । গাজীপুর সিটি করপোরেশনের আওতায় ১৮টি পশুর হাটের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ । এর মধ্যে টঙ্গী পশুর হাটটিই বড় হাট । গতকাল শুক্রবার থেকেই পশুর হাটে পরোদমে শুরু হয়েছে বেচাকিনা । বৃষ্টি না হওয়ায় এবার মোটামুটি বড় ধরনের কোন ভোগান্তি ছাড়াই বেপারী ও খামারীরা তাদের পশু বাজারে বিক্রির জন্য রাখতে পেরেছে ।
এই হাটে গরু ভেড়া ছাগল ইত্যাদি বিক্রি হচ্ছে । দামের ব্যাপারে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া । বাজারগুলিতে পর্যাপ্ত পরিমানে সব ধরনের পশু রয়েছে । এবার ভারত থেকে গরু না আশায় স্থানীয় খামারীরা খুবই খুশি । এবার জেলায় কোরবানীর পশুর চাহিদা রয়েছে ৩০ হাজার আর জেলায় খামারীদের কাছে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৫০ হাজার পশু । জেলায় কোরবানীর বসেছে ১০১টি । জেলায় খামারীদের লালনপালন করা পশু এলাকার চাহিদা মিটিয়ে অন্যজেলায় বিক্রি করতে পারবে বলে জানিয়েছেন জেলা পশু সম্পদ কর্মকর্তা ।
কিউটিভি/আয়শা/১০ই আগস্ট, ২০১৯ ইং/বিকাল ৪:৫৮